কুলতলি,১৯ সেপ্টেম্বর (হি.স.) : পারিবারিক অশান্তির জেরে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার জজেরহাট এলাকায়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে দিনে দুপুরে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কে অথবা কারা এই বোমা ছুড়েছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্থানীয় মসিবুর রহমান ওরফে বাবলু নিজের স্ত্রীকে মারধর করেছিলেন কয়েকদিন আগে। সেই ঘটনায় প্রতিবেশীরা প্রতিবাদ করেছিলেন। সেই থেকেই প্রতিবেশীদের সঙ্গে বাবলুর বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরেই এদিন সকালে আচমকাই প্রতিবেশী আইজুল হালদারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে অভিযুক্ত বাবলু। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। আক্রান্তদের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই বাবলু তাঁদেরকে নানা ভাবে ভয় দেখায়। বোমা, বন্দুক নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে। এদিন সকালে আচমকাই সে বোমা ছোড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।