দেরাদুন, ১৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের সেনাকল্যাণ মন্ত্রী গণেশ জোশী জওয়ান মণীশ থাপার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বৃহস্পতিবার। তিনি জওয়ানের বাসভবনে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি প্রয়াত জওয়ানের পরিবারের সদস্যদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, জওয়ান মণীশ থাপা ১/৫ জিআর (এফএফ) গোর্খা রাইফেলের একজন হাবিলদার ছিলেন। জানা গেছে, তিনি রাষ্ট্রপতি ভবনে নিযুক্ত ছিলেন। বুধবার সকালে তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি দিল্লিতে মারা যান। বৃহস্পতিবার হরিদ্বারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।