বাইক দুর্ঘটনায় অল্পতে রক্ষা পেলো বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর: বাইক দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেলো বাইক চালক। ঘটনার বিবরনে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬ টা ২০ মিনিট নাগাদ শান্তিরবাজার শহরে টিআর০৮-এ- ৯২৬২ নাম্বারের বাইক ও টি আর ০৩ ডি ৬৪২৬ নাম্বারের বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় বাইকের ক্ষতি হলেও বাইক চালক সামান্য আহত হয়। দুর্ঘটনার পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও বাইক দুইটিকে থানায় নিয়ে যায়নি।

দুই বাইক চালকের মধ্যে মিমাংসা করেই বাজার থেকে বাইক দুইটিকে ছেড়ে দেয় পুলিশ। বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলে আজকের এই দুর্ঘটনা। পুলিশের সামনে দুর্ঘটনা ঘটার পরেও পুলিশ এইধরনের পদক্ষেপ নেওয়াতে আগামীদিনে সকলে সাহসের সহিত দ্রুতগতিতে যানবাহন চালিয়ে দুর্ঘটনা ঘটাতেপারেবলে আশা ব্যক্ত করছেন অভিজ্ঞ মহল।  আজকের দুর্ঘটনায় পুলিশ কঠোর পদক্ষেপগ্রহন করলে পরবর্তী সময়ে যানবাহন দ্রুতগতিতে চালানোরক্ষেত্রে সচেতন হতো যানচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *