আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানীর প্রানকেন্দ্রে কুপিয়ে খুন করা হয়েছে এক যুবককে। গতকাল রাতে পূজো দেখে বাড়ি ফেরার পথে প্রায় ১২ জন মিলে রড এবং দা দিয়ে তার মুখে মাথায় কুপিয়ে হত্যা করেছে তাঁকে। এমনটাই অভিযোগ তুলে পরিবারের সদস্যরা আমতলী থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার বিবরণে মৃতের বাড়ির সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতে পূজো দেখে বাড়ি ফিরছিলেন আমতলী থানার কাঞ্চন নগরের বাসিন্দা বাবুল সাহার ছেলে শুভঙ্কর সাহা। আমতলী থানার অন্তর্গত রাজিব চৌমুহনীতে পৌঁছতেই ১০-১২ জন যুবক তার স্কুটি থামিয়ে তাকে আক্রমণ করে। রড ও দা দিয়ে এলোপাতাড়ি আক্রমণে গুরুতর আহত হয়েছিল সে। ওই এলাকার লোকজন এই ঘটনা পরিলক্ষিত করে সাথে সাথে হাপানিয়া টি এম সি মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে আগরতলার জি বি হাসপাতাল স্থানান্তর করা হয়। জি বি হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ জনের নাম দিয়ে আমতলী থানায় মামলা করা হয় বলে জানান পরিবারের লোকেরা।