শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): শাজিয়া ইলমি তোপ দাগলেন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী অতিশীকে। পাশাপাশি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনাতেও সরব হয়েছেন তিনি। বুধবার শ্রীনগর থেকে এক ভিডিও বার্তায় শাজিয়া ইলমি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল কেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী মারলেনাকে বেছে নিয়েছেন? মার্কস এবং লেনিনের দ্বারা অনুপ্রাণিত হওয়ার পর তাঁরা বাবা-মা তাঁকে মারলেনা উপাধি দিয়েছিলেন… আন্না হাজারের আন্দোলনের সঙ্গে অতীশি মারলেনার কোনও সম্পর্ক ছিল না।”অতিশী আরও বলেছেন, “তিনি একজন সুরক্ষিত বাজি এবং তিনি সৌরভ ভরদ্বাজ, গোপাল রাইয়ের মতো অন্যান্য নেতাদের তুলনায় ক্ষমতার কেন্দ্র হতে পারেন না। দিল্লির জনগণ অরবিন্দ কেজরিওয়ালের নামে ভোট দিয়েছে এবং এখন তাঁরা অন্য কাউকে সহ্য করবে কেন? অরবিন্দ কেজরিওয়াল কী ভীত?” কেজরিওয়ালের জনগণের সহানুভূতি পাবেন না বলেও দাবি ইলমির।
2024-09-18