নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): প্রায় এক দশক পর বুধবার গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হয়েছে ভূস্বর্গে, ভোট উৎসবে সামিল জম্মু ও কাশ্মীরের জনগণকে গণতন্ত্র শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বুধবার প্রথম দফায় ভোটগ্রহণ পর্বে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স বার্তায় তিনি লেখেন, ‘‘জম্মু ও কাশ্মীরের বিধাসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচনী এলাকার সকলকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।’’
2024-09-18