মাদ্রিদ, ৩০ আগস্ট (হি.স.): পালমাসের মাঠে বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। শুরুতে আলবের্তো মোলেইরোর গোলে পালমাস এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা টানেন ভিনিসিউস জুনিয়র।
অথচ ম্যাচে আক্রমণে আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। তবে গোলমুখে তারা কার্যকরী হয়ে উঠতে না পারায় গোল করতে ব্যর্থ হয়েছে। শেষ মুহূর্তে কোনরকমে পেনাল্টি থেকে গোল করে লাস পালমাসের বিপক্ষে হার এড়াল কার্লো আনচেলত্তির দল।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম তিন ম্যাচের দুটিতে পয়েন্ট হারাল কার্লো আনচেলত্তির দল। ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপাধারীরা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর ২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে পালমাস।