আগরতলা, ২৭ আগস্ট: বন্যায় কবলিত ছাত্রদের বিনামূল্যে বই বিতরণ এবং আর্থিক সাহায্য সহ একাধিক দাবিতে শিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান করেছে এনএসইউআই।
সংগঠনের এক কর্মী জানিয়েছেন, ত্রিপুরায় টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বন্যার জলে ছাত্র ছাত্রীদের বিভিন্ন বই নষ্ট হয়ে গিয়েছে। তাছারা, আজ থেকে স্কুল কলেজে পঠন পাঠন শুরু হয়েছে। এরকম পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে শিক্ষা দপ্তরে আজ ডেপুটেশন প্রদান করেন এন এস ইউ আই। তাদের দাবিগুলো হল, শিক্ষা দপ্তর অবিলম্বে নতুন অধ্যায়ন সামগ্রী যেমন বই, গাইড বই এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলি সমস্ত ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের সরবরাহ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক।