নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ জুলাই:
তেলিয়ামুড়া থানাধীন করইলং শিশুবিহার এলাকাতে নিজ ঘরেই এক কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
জানা গেছে, অনেক আগেই সুস্মিতার মা মারা গেছে । বর্তমানে সুস্মিতা তার বাবা এবং ছোট বোন সহ থাকত। জানা গেছে, এক সময় সুস্মিতার বাবা বিশু দাস কর্মসূত্রে বহিঃ রাজ্যে থাকলেও বর্তমানে তেলিয়ামুড়াতেই রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ করে বাড়ির লোকরা দেখতে পায় সুস্মিতা তার নিজ ঘরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। যথারীতি খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। শেষ সংবাদ পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত করছে। এভাবে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে পাঠরতা তৃতীয় সেমিস্টারের সুস্মিতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে একদিকে যেমন শোকের আবহ তৈরি হয়েছে, পাশাপাশি ব্যাপক গুঞ্জন চলছে। একটা অংশ থেকে অনুমান করা হচ্ছে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে প্রণয় সংক্রান্ত কিছু থাকতে পারে, যদিও ঘটনার তদন্ত চলছে দাবি পুলিশের।

