নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: এলপিজি সিলিন্ডার এবং কেরোসিন তেল সরবরাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে পৌরহিত্য করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এ বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, মূলত পেট্রোপণ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে। এলপিজি সিলিন্ডার এবং কেরোসিন তেল জাতীয় পেট্রোপণ্য নিয়ে রাজ্যের জনগণকে যেন কোন ধরনের ভোগান্তির শিকার হতে না হয় সেই বিষয়ে যাবতীয় খোঁজখবর নিয়েছেন মন্ত্রী। এছাড়াও পেট্রোপণের মজুত সংরক্ষণ সহ সময়োপযোগী গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, সদর মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকেরা।