মুম্বই, ২০ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই মুম্বইয়ে ভেঙে পড়ল একটি বহুতলের ব্যালকনি। ব্যালকনি ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলার, এছাড়াও ৩ জন আহত হয়েছেন। বৃহন্মুম্বই পৌর নিগম (বিএমসি) জানিয়েছে, শনিবার মুম্বইয়ের গ্র্যান্ড রোড এলাকায় রুবিনা মঞ্জিল নামক একটি বহুতলের বারান্দার কিছু অংশ ভেঙে পড়ে। এই ঘটনায় ৪ জন আহত হন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। বিএমসি আরও জানিয়েছে, ব্যালকনি ভেঙে ৪ জন আহত হন, তাঁদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। ৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
2024-07-20