BRAKING NEWS

নিজের দেশে জঙ্গি মোকাবিলায় পাকিস্তানকে আরও তত্পর হতে হবে : কেরি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): হক্কানি নেটওয়ার্ক, লস্কর-ই-তৈবার মতো গোষ্ঠীগুলির  শুধু ভারত-পাকিস্তান সম্পর্ককেই John_Kerryখারাপ করছে না, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা কায়েম করায় মার্কিন  প্রয়াসেরও ক্ষতি করছে|  এই জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে পাকিস্তানকে | বুধবার একথা বলেন মার্কিন বিদেশসচিব জন কেরি| এদিন আইআইটি, দিল্লির এক সভায় পাকিস্তানকে নিজেদের মাটিতে বেড়ে ওঠা জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে আরও কঠোর হতেও বলেন মার্কিন বিদেশসচিব| তিনদিনের ভারত সফরে আসা কেরি আরও জানান, হক্কানি নেটওয়ার্ক, লস্কর-ই-তৈবার মতো গোষ্ঠীগুলির বিরুদ্ধে আগের চেয়ে আরও জোরদার পদক্ষেপ করার ব্যাপারে পাক  প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে| তাঁর স্পষ্ট মত, ডায়েশ, আল কায়েদা, লস্কর ও জয়েশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলিকে কোনও একটি দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *