ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।
রাজ্য ব্যাডমিন্টন সংস্থার উদ্যোগে ৭ দিনের এক বিশেষ ব্যাডমিন্টন কোচিং ক্যাম্পের উদ্বোধন হলো মঙ্গলবার, এন এস আর সি সি-র ইনডোর হলে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অরিত্র নন্দী, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ মেডালিস্ট। এছাড়া, উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের এডভাইজারি বোর্ডের চেয়ারম্যান তথা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি রতন সাহা, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় সহ অন্যান্যরা। এই কোচিং ক্যাম্পে প্রায় ১৫০ জন খেলোয়ার কে প্রশিক্ষণ দেবেন অরিত্র নন্দী সহ ও রাজ্যের ব্যাডমিন্টনের কোচরা। এই বিষয়ে বিস্তারিত জানান ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি রতন সাহা। প্রশিক্ষনার্থী ব্যাডমিন্টন খেলোয়াড়রাও এ ধরনের প্রশিক্ষণে অংশ নিতে পেরে দারুণ খুশি।
2024-07-16

