কলকাতা, ১৩ জুলাই, (হি স): নেপালের আদিকবি ভানুভক্তকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লেখেন, “নেপালি সাহিত্যের মহান কবি, শ্রদ্ধেয় আদিকবি ভানুভক্ত আচার্যজিকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি নেপালি ভাষায় মহাকাব্য রামায়ণ অনুবাদ করেছিলেন। দেশে সমকালীন বহু কবিদের মাঝে তাঁকেই নেপালি ভাষার ‘আদিকবি’ হিসাবে শ্রদ্ধায় ও সম্মানে স্মরণ করা হয়। তাঁর লেখা কবিতার সংকলন পরে খ্যাতিমান কবি মতিরাম ভট্ট প্রকাশ করেন।”
2024-07-13