পাটনা, ৪ জুলাই (হি. স.): বিহারে একের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনায় এবার জল গড়ালো সুপ্রিম কোর্টে। বিহার সরকারকে এবিষয়ে সর্বোচ্চ পর্যায়ের অডিট করে তার রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। কেন এত দুর্বল সেতুগুলিকে মেরামত করা হয়নি, তা নিয়ে আদালতে উঠল প্রশ্ন। আইনজীবী ব্রজেশ সিং শীর্ষ আদালতে এবিষয়ে একটি পিটিশন দাখিল করেন।
উল্লেখ্য, গত ১৮ জুন বিহারে প্রথম সেতু ভাঙার খবর প্রকাশ্যে আসে। আরারিয়া জেলায় সেতু ভাঙার পর ২২ তারিখ সিওয়ানেও একই ভাবে নদীর উপর ভেঙে পড়ে একটি সেতু। এর পর ক্রমে পূর্ব চম্পারন, কিশানগঞ্জ, মধুবনী, মুজফ্ফরপুরে সেতু ভেঙেছে। বৃহস্পতিবার সেই তালিকায় নতুন সংযোজন সারনের আরও একটি সেতু।