এবার মানস ভুঁইঞাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ কংগ্রেস পরিষদীয় দলের

কলকাতা, ২৬ আগস্ট (হি.স.) : প্রদেশ কংগ্রেস পিএসি চেয়ারম্যানের পদকে কেন্দ্র করে মানস ভুঁইঞাকে দল থেকে বহিষ্কারের congressসুপারিশ জানালেন কংগ্রেস পরিষদীয় দলের সদস্যরা| শুক্রবার দুপুরেই পরিষদীয় দলে গৃহীত সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির কাছে পাঠান হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর| কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে মানসবাৱুর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ এনে সবং কেন্দ্রের বিধায়ককে বহিষ্কারের আর্জি জানান হয়েছে| সূত্রের খবর, কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞাকে বহিষ্কারের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন পরিষদীয় দলের বেশিরভাগ সদস্যরা| জানা গিয়েছে, পরিষদীয় দলের গৃহীত সিদ্ধান্ত এবার পাঠানো হবে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে| হাইকম্যান্ড এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে|
ভাই বিকাশ ভুঁইঞা শাসকদল তৃণমূলে যোগ দেওয়ার পর এবার দাদা মানস ভুঁইঞাকে জল্পনা দেখা দিয়েছে| যদিও দীর্ঘ দিন ধরে এবার সেই জল্পনাকেই বেশ খানিকটা উস্কে দিল
কংগ্রেসের পরিষদীয দলের পক্ষ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হতেই| তড়িঘড়ি নিজের অবস্থান স্পষ্ট করতেই মানস ভুঁইঞা এদিন মন্তব্য করেন, আমাকে কিছুই জানান হয়নি| আমি সিপি যোশিকে বিষয়টি জানতে চেয়েছিলাম| কিন্তু তিনিও আমাকে কিছুই জানাতে পারেনি| এদিন বিধানসভায় দাঁড়িয়ে মানসবাৱু মন্তব্য করেন, মান্নান সাহেব আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন, কিন্তু এখন তিনি ব্যক্তিগত আক্রমণ করে নোংরা রাজনীতি করছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *