করিমগঞ্জে ঘাঁটি গে ড়ে অসমে আইসিস-এর ক্যাডার সংগ্রহে নিয়োজিত ছিল ধৃত চার জেহাদি

করিমগঞ্জ (অসম), ২৫ আগস্ট, (হি.স.) : আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ভারত ভূখণ্ডের দক্ষিণ অসমের করিমগঞ্জে ঘাঁটি গেড়ে assam mapজেহাদি সংগঠনের নেটওয়ার্ক বিস্তৃত করার কাজে লিপ্ত ছিল ধৃত চার বাংলাদেশি। এরা অসমের বিভিন্ন প্রান্তে সংগঠনের সদস্য ভরতির কাজে লিপ্ত ছিল বলে জানা গেছে। সুরক্ষা সংস্থার তথ্য, এরা নানা ছলনায় ভারতের ভোটার তালিকায়ও তাদের নাম নথিভুক্ত করেছিল। এই ভোটার আইডি-র বলে ভারতীয় পাসপোর্ট তৈরি করে বিদেশে গিয়ে সরাসরি আইসিস-এ ভরতি হওয়ার পরিকল্পনা করছিল। ধৃতদের করিমগঞ্জের আদালতে সোপর্দ করা হলে তাদের চোদ্দ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অসমে নির্দিষ্ট সংখ্যার সদস্য ভরতির কাজ সম্পূর্ণ হলে তাদের।