মাদ্রিদ, ২৩ আগস্ট (হি.স.) : কোচ হিসেবে স্পেনে ফেরার সম্ভাবনা নাকচ করে দিলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ হোসে
মরিনহো| লা লিগায় প্রতিযোগিতার ক্লাবের ঘাটতির দিক নিয়েও অভিযোগ তোলেন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া স্বঘোষিত স্পেশাল ওয়ান|
গত বছরের ডিসেম্বরে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর মরিনহোর ভ্যালেন্সিয়ার কোচ হওয়ার একটা গুঞ্জন উঠেছিল| তবে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগেই থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি| ম্যানইউকেই বেছে নিয়েছিলেন তিনি|
এক সাক্ষাত্কারে মরিনহো বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তি সম্পন্নের আগে আমি ইতালি বা এমনকি স্পেনে যেতে পারতাম| দুদেশেই আমার কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে| কিন্তু প্রিমিয়ার লিগ স্পেশাল|
কিছু দেশে বড় ক্লাবগুলো সব সময়ই আরও বড় হতে চায় এবং অন্যদের ছাপিয়ে শ্রেষ্ঠত্ব পায়, পরে যারা আরও ছোট ক্লাবে পরিণত হয়| তবে ইংল্যান্ড সম্পূর্ণ এর ব্যতিক্রম| সব ক্লাবই এখানে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখতে চায় বলেও জানান মরিনহো|
2016-08-24

