নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে বিহার ও উত্তরপ্রদেশে| তবে, খানিকটা স্বস্তি হল শোন,
গঙ্গা, যমুনার জলস্তর কিছুটা নেমেছে| তবে তা এখনও বিপদসীমার ওপর দিয়েই বইছে| শুধু বিহারেই ঘরছাড়া ২ লক্ষ মানুষ| গত ৩ দিনে ১৯ জনের মৃতু্য হয়েছে| উত্তরপ্রদেশের অবস্থাও শোচনীয়| ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ১৬ লক্ষ মানুষ| জলের নিচে এলাহাবাদ, বাল্লিয়া, বলরামপুর, গোণ্ডা, বারাণসীর ২০০টি গ্রাম| এলাহাবাদ, বাল্লিয়াতে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন|
উদ্ধারকাজের জন্য দুই রাজ্যে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০টি দল| ২৬,৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে| বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড বন্যাবিধ্বস্ত এই পাঁচ রাজ্যে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| মধ্যপ্রদেশে জলের নিচে ৬ জেলা| ঘরছাড়া কয়েক লাখ মানুষ| ইতিমধ্যে মৃতু্য হয়েছে ১৭ জনের| আবহাওয়া দফতরের পূর্বাভাস, জবলপুর, কাটনি, পান্না, রেওয়া, সাতনায় ভারি বৃষ্টি হবে| রাজস্থানের বারান জেলায় ৫৬ টি গ্রাম জলমগ্ন|
2016-08-24

