বিশেষ প্রতিনিধি, উদয়পুর, ২২ আগষ্ট৷৷ ৩৫ বোতাল কোরেক্স ও ২৪ পাতা নেশা জাতীয় টেবলেট সহ এক যুবককে হাতেনাতে
পাকড়াও করল আর কে পুর থানার পুলিশ৷ ধৃত যুবকের নাম তাপস লোধ (৩৬)৷ বাড়ি মাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে৷ ধৃত যুবক জানিয়েছে, এই নেশা জাতীয় টেবলেট ও কোরেস্ক বিশালগড় থেকে নিয়ে এসেছে৷ তা স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যেই সেগুনি আনা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির দায়ে তাপস লোধকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল৷
2016-08-23

