জেএনইউতে গবেষণারত ছাত্রীকে ধর্ষণ, তদন্তে পুলিশ

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : ফের খবরের শিরোনামে এল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়| অভিযুক্ত আনমোল রতন rape cartonওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র| অভিযোগ, অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এই সদস্য সিডি আনতে গেলে হস্টেলের ভেতর মাদক মেশানো পানীয় খাইয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে আনমোল| ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দেয় সে| যদিও আনমোলের হুমকিকে তোয়াক্কা না করেই পুলিশে অভিযোগ করে গবেষণারত ওই ছাত্রী| পুলিশ সূত্রে পাওয়া খবর, রবিবার ঘটেছে ঘটনাটি| ছাত্রী
দিল্লির বসন্তকুঞ্জ (উত্তর) থানায় অভিযোগ দায়ের করেছেন| জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি সিনেমার সিডি চেয়ে ফেসৱুকে একটি পোস্টকরে ছাত্রীটি| আনমোল রতন ফেসৱুকে তাঁকে জানায়, তার কাছে সিডিটি রয়েছে| ছবির সিডিটি দেওয়ার জন্য সে ব্রহ্মপুত্র হস্টেলে নিয়ে যায় গবেষণারত ছাত্রীকে|
এদিকে, অভিযুক্ত আনমোল রতনকে ছাত্র সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর| এনিয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে তারা| এমনকি সুবিচার পাওয়ার জন্য ছাত্রীটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সংগঠনের দিল্লি শাখার রাজ্য সম্পাদক আশুতোষ কুমার|