শ্রীনগর, ২২ আগস্ট (হি.স.): ভূস্বর্গের পরিস্থিতি এখনও থমথমে| নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কিশোরের মৃতু্য পর,
সোমবার গোটা শ্রীনগর শহরজুড়ে কারফিউ জারি রাখা হয়েছে| অন্যদিকে, ১৪৪ ধারার অধীন বিধিনিষেধ আরোপ করা হয়েছে অনন্তবাগ, কুলগাম, সোপিয়ান, পুলওয়ামা, পাম্পোরে, বদগাম, সোপোরে, বন্দিপোরা, বারামুল্লা, গান্দেরবাল, কুপওয়ারা, হান্দওয়ারা, অবন্তিপোরা প্রভৃতি জেলায়|
রবিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শ্রীনগরে মৃতু্য হয় ইরফান আহমাদ (১৭) নামে এক কিশোরের| সেই ঘটনার জেরে সোমবার শ্রীনগর শহরজুড়ে কারফিউ জারি রাখা হয়েছে| সোমবার নিয়ে টানা ৪৫ দিন অস্থির পরিস্থিতি অব্যাহত ভূস্বর্গে|
2016-08-23
