আগরতলা, ২৫ মে: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী আজ রাজ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন উপলক্ষে শনিবার প্রভাতী কবি প্রনাম অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর নজরুল কলা ক্ষেত্রের সামনে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই প্রভাতি কবি প্রনাম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রথমে কবি কাজী নজরুল ইসলামের পতিকৃতিতে মাল্যদান করেন। পরে সেখানে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী কবি কাজী নজরুল ইসলামের জীবনী তুলে