BRAKING NEWS

কল্যাণপুরে পাঁচ লক্ষ টাকার গাছের লগ উদ্ধার, মুখ পুড়ল দুর্নীগ্রস্ত বনকর্মীদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ আগষ্ট৷৷ বন দপ্তরের সাফল্য৷ ৫ লক্ষ্য টাকার চুরাই কাঠের লগ উদ্ধার কল্যানপুর বনদপ্তর tripuraআওতায় শান্তিনগর উপজাতি গ্রামে৷ উদ্ধার প্রায় ৫০০ এর অধিক বিভিন্ন মূল্যবান গাছের লক৷
গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে কল্যানপুর থানা এলাকার শান্তিনগর গ্রাম থেকে উদ্ধার করা হয় ৫০০ লগ৷ যার মূল্য ৫ লক্ষ্য টাকা৷ নেতৃত্বে ছিলেন খোয়াই এস ডি এফ ও প্রানজিৎ ভৌমিক৷ পদ্মবিল বনদপ্তরের ও তেলিয়ামুড়া বনদপ্তরে কর্মী সহ কল্যানপুর থানার এস আই সহদেব দাস৷ বিশাল পুলিশ বাহিনীর পদক্ষেপে সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে অভিযান৷ উদ্ধারকৃত কাঠ নিয়ে যায় বনদপ্তরের কার্যালয়ে৷ দীর্ঘ প্রায় ৫-৭ বছর ধরে এই ভাবে বেআইনী কাঠের ব্যবসা চলছিল শান্তিনগর গ্রামে৷ কল্যানপুর বনদপ্তরের কর্মীদের কারোরেই আজকের এই অভিযানে দেখা যায়নি৷ এলাকাবাসীরা জানান প্রত্যেক মাসে দু-থেকে তিন বার তারা এসে শান্তিনগর ঘনটাস্থলে চুরাই কাঠের কাযসয়িদের সঙ্গে গোপন কথা বার্তা বলে যান৷ বনদপ্তরকে গ্রামবাসীদের তরফ থেকে জানানো হলেও তারা নজর দেন না৷ অবশেষে খোয়াই ও তেলিয়ামুড়ার আধিকাীরকরা যৌথ অভিযান চালিয়ে সাফল্য আসে৷ চুরাই কাঠ চেরানোর মেশিন পাওয়া যায়নি, তিনটি স্থান থেকে উদ্ধার হয় গাছের লগ৷ তবে এই ধরনের সাফল্যে কল্যানপুর শান্তিনগর গ্রামবাসি খুশি৷ এস ডি এফ ও জানান কল্যানপুর বনদপ্তর ছাড়া সকলেই আজ অভিযানে নেমেছে৷
কল্যানপুর বনদপ্তর অনেক দিন আগে থেকেই তাদের কাছে খবর আছে তারা মাসে মাসে গোপনে যোগাযোগ করেন চুরাই কাঠের মালিকদের সাথে৷ আজকের অভিযানেও কল্যানপুর বনদপ্তরের কর্মীদের দেখা যায়নি৷ অভিযোগ উঠেছে কল্যাণপুর বন দপ্তরের কর্মীরা মাসোহারার ভিত্তিতে কাঠ ব্যবাসায়ীদের মদত দিয়ে যাচ্ছে বেআইনীভাবে কাঠের ব্যবসা করার জন্য৷ স্থানীয়দের অভিমত এদিনের অভিযানে মুখ পুড়েছে দুর্নীতিগ্রস্ত বনকর্মীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *