আগরতলা, ১৮ মে : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ৩৮ তম বর্ষ উপলক্ষে কলা মন্ডলের আগামী ২০ মে থেকে ১ জুন পর্যন্ত শুরু হচ্ছে কলা মন্ডলের শ্যামের বাঁশি। কলা মন্ডল ত্রিপুরা রাজ্যের একটি সুপ্রতিষ্ঠিত নাম।
ত্রিপুরার সাংস্কৃতিক জগতের এক পরিচিতি নাম কলা মন্ডল। আগামী ২০ মে থেকে পহেলা জুন পর্যন্ত যাদের বিশেষ অনুষ্ঠান শ্যামের বাঁশির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কলা মন্ডলের সর্বাধিনায়ক সন্তোষ সূত্রধর জানিয়েছেন, এই শ্যামের বাঁশি অনুষ্ঠানের প্রথম ২০ মে মাস থেকে ২৪ মে পর্যন্ত চলবে লোকনৃত্যের কর্মশালা। এই কর্মশালাতে প্রশিক্ষক হিসেবে যোগদান করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য গুরু শিলচরের সৌমিত্র শংকর চৌধুরী। ২৭ মে থেকে 1 জুন পর্যন্ত চলবে কত্থক নৃত্যের কর্মশালা এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে যোগদান করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউ দিল্লি থেকে পন্ডিত কিষাণ মোহান মহারাজ এবং শ্রীমতি মিনুগারু। ৩০ মে এবং পহেলা জুন ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মঞ্চস্থ কবে তাদের শিল্প এবং যারা শিল্পীর তারা শৈল্পিক নির্দেশনে নির্দেশিত হয়েছে তাদের দ্বারা শৈল্পিক নিদর্শন। এই অনুষ্ঠানে আগরতলা, কমলপুর ,কৈলাশহর পানিসাগর, ছৈলেংটা,কাঞ্চনপুর , শিলচর এবং নিউ দিল্লী থেকে শিল্পীরা যোগদান করবেন।

