পুলিশের বিরুদ্ধে ভারত মাতা উৎসব জোর করে বন্ধ করার অভিযোগ আনল উদ্যোক্তারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ ‘মিশন-২০১৮’ আয়োজিত ভারত মাতা উৎসব জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে TRIPURA POLICEবলে অভিযোগ করা হয়েছে৷ মিশন-২০১৮ আয়োজিত ভারত মাতা উৎসব নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়ার ঘটনায় উদ্যোক্তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছিল৷ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রবীন্দ্র ভবন প্রাঙ্গনে ভারত মাতা উৎসব করার জন্য প্রশাসনের কাছ থেকে বৈধ অনুমতি নেওয়া হয়েছিল৷ কিন্তু, বিকাল চারটায় রবীন্দ্র ভবনের সামনে মূল সড়কে রাজনৈতিক সমাবেশ করার জন্য ক্রমাগত চাপের মুখে পুলিশ ভারত মাতা উৎসব বন্ধ করে দিয়েছে৷ এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে উদ্যোক্তারা৷
নাগরিকদের অধিকার রক্ষা যেখানে সরকার ও প্রশাসনের দায়িত্ব সেক্ষেত্রে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন উদ্যোক্তারা৷