বীরভূম, ৬ মে (হি.স.) : “সন্দেশখালিতে কী ভাবে পরিকল্পনা করে মেয়েদের অসন্মান করেছে, দেখেছেন তো? ওরা জানে না, মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়। তাঁদের কাছে আত্মসম্মান, মেয়েদের গরিমা, এটার সম্মান অনেক বেশি। নির্বাচনে জিততে ব্লু প্রিন্ট তৈরি করেছে। বেশি চক্রান্ত করো না, এক দিন ফাঁস হবেই।’’
সন্দেশখালির বিষয় নিয়ে বিজেপিকে জনসভায় এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি হাই কোর্টের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে আবারও সরব হলেন তিনি। সোমবারের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোদিরা যা বলেছিল, কিচ্ছু করেনি।”
মুখ্যমন্ত্রী বলেন, “দু’কোটি ছেলেমেয়েকে চাকরি দেবে বলেছিল, কিন্তু চাকরি তো দেয়নি, উল্টে বেকারের সংখ্যা বেড়েছে। উপরন্তু আমাদের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি ওরা কোর্টে কেস করে খেয়ে নিয়েছে। আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাশে আছি।’’
ভোটপ্রচারে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও জনসভা করছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জোড়া সভা ছিল তাঁর। বীরভূম এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করেন মমতা। প্রতিটি সভা থেকেই নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তিনি।
বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে শরিক হলেও এ রাজ্যে তৃণমূল একা লড়াই করছে, তা-ও স্পষ্ট করে দিচ্ছেন দলের সর্বময় নেত্রী। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধেও একই ভাবে লড়ছে বাংলার শাসক দল।