আগরতলা, ৬ মে : শ্রমিকদের বকেয়া পাওনা প্রদান সহ ৪ দফা দাবিতে সরব হয়েছে ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটি। এদিন সংগঠনের তরফ থেকে অফিস লেন শ্রম দপ্তরের কমিশনারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস জানিয়েছেন, ইতিমধ্যে রাজ্যের ইটভাটাগুলিতে কাজ শেষ। কিন্তু রাজ্যের বিভিন্ন মহকুমাতে এমন অনেক ভাটা রয়েছে তাতে শ্রমিকরা তাঁদের নায্য পারিশ্রমিক দেওয়া হয়নি। বকেয়া পাওনা পরিশোধ করতে মালিকরা তালবাহানা করছেন। তাতে শ্রমিকরা আর্থিক দিক দিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। তাই শ্রমিকদের বকেয়া পাওনা প্রদান সহ ৪ দফা দাবিতে শ্রম দপ্তরের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।