লখনউ, ২৭ এপ্রিল (হি.স.): কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের তীব্র বিরোধিতা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে, “কংগ্রেসের ইস্তেহার দেশের বিরুদ্ধে অন্যায়ের চিঠি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই ইস্তেহার সমগ্র দেশের জন্য একটি সতর্কবার্তা যে, তাঁরা যখন ক্ষমতা থেকে অনেক দূরে, তখনও দেশ ও দেশের মানুষের প্রতি তাঁদের মনোভাব কী।”
শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আমরা ইউপিএ সরকারের সময়েও এমনটা দেখেছি এবং এখন যখন তাঁরা ক্ষমতা থেকে অনেক দূরে, তবুও একই মানসিকতা নিয়ে কাজ করছে। আমি মনে করি, কংগ্রেসের এই ইস্তেহারকে মাথায় রেখে নির্বাচনের পরবর্তী ৫ দফার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”
যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রথম দফার ভোটের আগে আমরা উন্নয়ন, দেশের নিরাপত্তা ও দরিদ্র কল্যাণ প্রকল্পগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে দেশের জনগণের কাছে নিজেদের মতামত তুলে ধরেছি। একই সময়ে কংগ্রেসের ইস্তেহার আসে, এটা কংগ্রেসের ন্যায় পত্র হতে পারে, কিন্তু এটা দেশের প্রতি অবিচার…ইস্তেহারে তাঁরা বলেছে সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের ইচ্ছে অনুযায়ী খাওয়ার স্বাধীনতা দেওয়া হবে এবং কংগ্রেস তা বাস্তবায়নেরও উদ্যোগ নেবে। আমি মনে করি এ দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ সম্পূর্ণরূপে গোমাংস এড়িয়ে চলে এবং আমরা গোরুকে মায়ের মতো মনে করি, গোহত্যা কোনও ভারতীয় মেনে নেবে না।”