বালুরঘাট, ১৫ এপ্রিল (হি.স.): শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে, মঞ্চ-সহ সভাস্থলের যাবতীয় কাজও প্রায় শেষ। ১৬ এপ্রিল, মঙ্গলবার বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের সমর্থনে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বালুরঘাটে প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখেছেন সুকান্ত মজুমদার।
১৬ এপ্রিল, মঙ্গলবার বালুরঘাটের পাশাপাশি রায়গঞ্জেও নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, রায়গঞ্জে প্রধানমন্ত্রীর সভা হবে দুপুর একটা নাগাদ, এরপর বালুরঘাটের জনসভা বিকেল তিনটে নাগাদ। আগামী শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট, তার আগেই ফের পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী মোদী।