প্রয়াত হলেন রাজ্যের কৃতি সন্তান তথা আদর্শ শিক্ষক পরেশ চক্রবর্তী , শোক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ এপ্রিল : প্রয়াত হলেন রাজ্যের কৃতি সন্তান তথা একজন আদর্শ শিক্ষক পরেশ চক্রবর্তী। অসংখ্য মানুষের প্রাণের মানুষ জাতীয় শিক্ষক দেশ ও রাজ্যের স্বনামধন্য শিক্ষক পরেশ চক্রবর্তী শেষ যাত্রায় সামিল হলেন। ১৯৯২ সালে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন শিক্ষক পরেশ চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা গভীরভাবে মর্মাহত। তাছাড়া, প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতন লাল নাথ তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, আগরতলা ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক, রানীরখামার রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য তথা জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় পরেশ চন্দ্র চক্রবর্তীর আকস্মিক দুর্ঘটনা জনিত কারণে প্রয়াত হ‌ওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যাথিত।
তাঁর পরিবার-পরিজন ও গুনমুগ্ধদের প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেছেন এবং ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

তাছাড়া, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্তীর প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত।ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ।ত্রিপুরা রাজ্য আরেকজন অভিভাবক হারালো।

মন্ত্রী রতন লাল নাথ বলেন, আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক এবং রানীর খামারস্থিত রামকৃষ্ণ আশ্রমের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা, জাতীয় পুরস্কারে ভূষিত শিক্ষক, পরম শ্রদ্ধেয় পরেশ চন্দ্র চক্রবর্তীর প্রয়াণে আমি মর্মাহত। তার হাজারো ছাত্রছাত্রী, আপামর রামকৃষ্ণ অনুরাগী মানুষদের শোকে আমিও শোকাহত। তার আপনজন প্রত্যেককে তিনি সমবেদনা জানিয়েছেন। আমার বিশ্বাস, তিনি রামকৃষ্ণলোকে শ্রী শ্রী ঠাকুরের পরশে শান্তিতে থাকবেন।