শ্বেতপত্র প্রকাশ করে অভিষেকের চ্যালেঞ্জের জবাব দিল বিজেপি

কলকাতা, ১৩ এপ্রিল (হি.স.) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের জবাব দিল বিজেপি৷ শ্বেতপত্র প্রকাশ করে তারা জানিয়ে দিল মোদী জমানায় দেশে কী কী উন্নয়নের কাজ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার করেছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বিভিন্ন প্রকল্পে কোন রাজ্যগুলিতে কতটা বরাদ্দ করেছে ও তাতে কী কী কাজ হয়েছে, সেই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ওই শ্বেতপত্রে৷ এই নিয়ে শনিবার একটি ওয়েবসাইট সামনে এনেছে বিজেপি৷ ওই ওয়েবসাইটের নাম শ্বেতপত্র ডট ইন৷ সেখানেই বিজেপির তরফে এই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷

সংশ্লিষ্ট সাইটে রাজ্যওয়াড়ি তথ্য যেমন রয়েছে, তেমনই রয়েছে সারা দেশের সামগ্রিক চিত্র ৷ কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে, কত উপভোক্তা, সেই সব তথ্যও রয়েছে ৷ এমনকী লোকসভা আসন ধরে ধরেও তথ্য তুলে দেওয়া হয়েছে ৷ বিজেপির তৈরি করে শ্বেতপত্র ডট ইন ওয়েবসাইট খুললেই দু’টি বিকল্প দেওয়া হচ্ছে ৷ একটিতে সারা ভারতের তথ্য রয়েছে ৷ আর দ্বিতীয়টিতে রাজ্যওয়াড়ি তথ্য রয়েছে ৷ যে রাজ্য বেছে নেওয়া হবে ৷ সেখানে সংশ্লিষ্ট রাজ্য সম্বন্ধে বিভিন্ন তথ্য রয়েছে ৷

রাজ্যের বিভাগে প্রবেশ করলে সামগ্রিক চিত্রের পাশাপাশি লোকসভা আসন ভিত্তিক তথ্য দেখা যাচ্ছে ৷ সামগ্রিক চিত্র দেখার জন্য স্টেট লেভেল ডেটায় যেতে হবে ৷ সেখানে কোন প্রকল্পে কী কী সুবিধা পাওয়া গিয়েছে, সেই তথ্য রয়েছে ৷ কিন্তু সেই তালিকায় একাধিক প্রকল্পের বিবরণ থাকলেও একশো দিনের কাজ নিয়ে কোনও তথ্য নেই ৷ আর আবাস যোজনা অনুসারে কেন্দ্রীয় সরকার ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৪৩ লক্ষ ৫৯ হাজার ১ টি বাড়ি তৈরির টাকা দিয়েছে বলে শ্বেতপত্রে জানানো হয়েছে ৷ এছাড়া একই তথ্য ইনফোগ্রাফিক্স ও ভিডিয়োর মাধ্যমে দেখানো হয়েছে ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে সরব তৃণমূল কংগ্রেস৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধরনা দিয়েছেন৷ দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কলকাতাকেও ধরনা দিয়েছেন৷ দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে৷

তৃণমূলের অভিযোগ, বাংলাকে বঞ্চনা করার জন্যই কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আটকাচ্ছে মোদী সরকার৷ বিশেষ করে একশো দিনের কাজের বকেয়া নিয়ে তারা বেশি সরব হয়েছে৷ শেষে রাজ্য সরকারের তরফে বকেয়া অর্থ দেওয়ার কাজও শুরু হয়েছে৷ নির্বাচনী প্রচারে সেই প্রসঙ্গ তুলে বারবার সরব হয়েছেন অভিষেক৷ তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন বিজেপিকে। গত ১০ বছরে বিজেপি সরকার কী কী কাজ করেছে, সেই নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন৷ সেই দাবিই কার্যত মেনে নিল বিজেপি৷ প্রকাশ করল শ্বেতপত্র৷