আগরতলা, ১২ এপ্রিল: চৈত্র মাসের শেষলগ্নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি দোকান। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিট থেকেই ওই আগুনের সূত্রপাত্র বলে জানিয়েছেন জনৈক দমকলবাহিনী।
ঘটনার বিবরনে জনৈক দমকলবাহিনী জানিয়েছেন, আজ ভোরে বিশালগড় নারীমঙ্গল স্কুলের সামনের একটি দোকানে হঠাৎ আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার চেচাঁমেচি শুরু করেছিল।সাথে সাথে খবর দেওয়া হলে ছুটে গিয়েছে দমকলকর্মীরা।প্রতিবেশী ও দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।কিন্তু ততক্ষণে দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে,বিদ্যুতের শট সার্কিট থেকেই ওই আগুনের সূত্রপাত্র।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।