গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত  দুই মহিলা

আগরতলা, ৬ এপ্রিল: কৈলাশহর কোঅপারেটিভ ব্যাংকের সামনে একটি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিল দুই মহিলা।উক্ত বিষয় নিয়ে শনিবার দুপুর বেলা কৈলাশহর থানায় অভিযোগ দায়ের। 

জানাযায় কৈলাশহর দুর্গাপুর এলাকার বাসিন্দা,। রীনা দে এবং উনার মা মিলে ব্যাংকের কাজে কৈলাশহর কো অপারেটিভ ব্যাংকে গিয়েছিলেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কোঅপারেটিভ ব্যাংকের সামনে রিনা দে এবং উনার মাকে পেছন দিক থেকে একটি গাড়ি এসে সযুরে ধাক্কা মারে, ।যার ফলে ওই দুই মহিলা রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয় রিনা দের মা। 

পাশাপাশি ঘটনাস্থল থেকে সে গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। অনেক খোঁজাখুঁজি করার পর সেই গাড়ির কোন সন্ধান না পেয়ে শনিবার দুপুর বেলা কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে।পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে।