কলকাতা, ১ এপ্রিল (হি.স.) : সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস (আরআর) তার দুর্দান্ত দৌড় চালিয়ে যাওয়ার দিকে নজর দেবে। সোমবার তাঁরা জয়হীন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে খেলবে। রাজস্থান রয়্যালস আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স হায়দরাবাদের আইপিএলের সর্বোচ্চ ২৭৭ স্কোর তাড়া করতে গিয়ে ৩১ রানে হেরেছে।
ম্যাচের আগে জেনে নিন হেড-টু-হেড পরিসংখ্যান। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়েলসের হেড-টু-হেড:
**ম্যাচ হয়েছে : ২৭টি
**মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে: ১৫ টি
**রাজস্থান রয়্যালস জিতেছে: ১২টি
**শেষ ফলাফল: মুম্বই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে (মুম্বই:২০২৩)
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে এমআই বনাম আরআর হেড টু হেড:
**খেলা হয়েছে : ৮টি।
**মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে: ৫টি।
**রাজস্থান রয়্যালস জিতেছে: ৩টি।
**শেষ ফলাফল: মুম্বই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে (২০২৩)।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমআই সামগ্রিক আইপিএল রেকর্ড:
ম্যাচ হয়েছেঃ ৭৮টি।
**মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে: ৪৮টি।
**মুম্বই ইন্ডিয়ান্স হেরেছে: ২৯টি।
**শেষ ফলাফল: মুম্বই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়েছে (২০২৩)।
মুম্বই ইন্ডিয়ান্স সর্বোচ্চ স্কোর: ২২৩/৬(২০) বনাম কিংস ইলেভেন পাঞ্জাব(২০১৭)। মুম্বাই ইন্ডিয়ান্স সর্বনিম্ন স্কোর: ৮৭ অলআউট (১৮.৫)) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (২০১৮)।

