নয়াদিল্লি, ১ এপ্রিল (হি. স.): কঙ্গনা রানাওয়াতকে কুরুচিকর মন্তব্যের জন্য কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে সেন্সর করল নির্বাচন কমিশন। এর আগেই তাঁকে শোকজ করা হয়েছিল। তাঁর কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে ২৯ মার্চের মধ্যে জবাবদিহি চেয়েছিল কমিশন। জবাব শোনার পর নির্বাচন কমিশন জানিয়েছে, আদর্শ নির্বাচনী বিধি থাকাকালীন প্রার্থী ও দলগুলিকে একে অন্যের প্রতি মন্তব্য সম্পর্কে অত্যন্ত সচেতন থাকতে হবে।
নির্বাচন কমিশন এও জানিয়েছে, সুপ্রিয়া শ্রীনাতের মন্তব্যে একজন মহিলার সম্মানহানি করা হয়েছে। ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে নারীকে। এর শাস্তি স্বরূপ সুপ্রিয়া শ্রীনাতেকে সেন্সর করা হল। সোমবার এই মর্মে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে একটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। আগামীদিনে ভোটের প্রচারের সময় নিজের উচ্চারিত শব্দবন্ধ নিয়ে সতর্ক হতে বলা হয়েছে সুপ্রিয়া শ্রীনাতেকে।