তেহরি, ৩১ মার্চ (হি. স.) : রবিবার উত্তরাখণ্ডে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তেহরি জেলার তহসিল গাজার দুয়াকোটি এলাকায় একটি টাটা সুমো খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও উদ্ধারকারী দল। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ গাজা থেকে চাম্বাগামী টাটা সুমোটি নিয়ন্ত্রণ হারিয়ে দুয়াকোটি গ্রামের কাছে গভীর খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয়রা খাদে নেমে আহতদের উদ্ধারের কাজ শুরু করে। পরে আসে উদ্ধারকারী দল। জানা গেছে, গুরুতর আহত হয়েছেন ৫ জন।