নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ বক্সনগর গ্যাস এজেন্সির বিরুদ্ধে ব্যাপক কালোবাজারির গুরুতর অভিযোগ উঠেছে৷ গ্যাস এজেন্সির মালিক আবুল জামাল রাজনৈতিক ছত্র ছায়ায় থাকার সুবাদে এধরনের কালোবাজারি চালিয়ে যেতে সক্ষম হচ্ছেন বলে অভিযোগ উঠেছে৷ গ্যাস এজেন্সি কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দ্রুত ভোক্তাদের মধ্যে গ্যাস সরবরাহের দাবিতে ক্ষুব্ধ ভোক্তারা সোমবার গ্যাস এজেন্সির সামনে পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে কলমচৌরা থানার ওসি এবং এসডিপিও দ্রুত ঘটনাস্থলে ছুটে যান৷ তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ এই আশ্বাসের ভিত্তিতেই আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা৷ ভোক্তাদের অভিযোগ বক্সনগর গ্যাস এজেন্সির মালিক আবুল জামাল বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন জেসমিন আখতারের স্বামী৷ সে সুবাদকে কাজে লাগিয়েই গ্যাস এজেন্সির মালিক ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ৷ ভোক্তাদের অভিযোগ, এজেন্সি কর্তৃপক্ষ ৫০ শতাংশ গ্যাস সিলিন্ডার ভোক্তাদের মধ্যে সরবরাহ করেন৷ বাদ বাকি কালোবাজারিদের হাতে তুলে দিয়ে অধিক মুনাফা অর্জন করে চলেছে এজেন্সি কর্তৃপক্ষ৷ ঘটনার সুষ্ঠ তদন্ত ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷