মুম্বইয়ের একটি আবাসনের ষষ্ঠ তলায় ভয়াবহ আগুন

মুম্বই, ২৬ মার্চ (হি. স.) : মুম্বইয়ের একটি আবাসনের ষষ্ঠ তলায় ভয়াবহ আগুন লাগে। মঙ্গলবার সকালে মুম্বইয়ের মুলুন্ড পশ্চিমে অবস্থিত একটি ৬-তলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। অ্যাভিওর কর্পোরেট পার্ক আবাসনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। মুম্বইয়ের দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

মুম্বই দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, কিছু ব্যক্তি ওই আবাসনের বিভিন্ন তলায় আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারকাজ শুরু করা হয়েছে। আবাসনের ষষ্ঠ তলায় আগুন থেকে ধোঁয়া বেরোচ্ছে। দমকল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কেউ আহত বা মৃত্যুর ঘটনা ঘটেনি।