ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব হাসিমুখে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন : ধামি

দেহরাদূন, ২৩ মার্চ (হি.স.) : ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব হাসিমুখে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, শনিবার এঁনাদের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেছেন পুষ্কর সিং ধামি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে ২ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যে দেহরাদূনে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধামি, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি এদিন বলেন, ২৩ মার্চ একটি বিশেষ দিন। এইদিনে আমি ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছি। এঁনারা হাসিমুখে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *