BRAKING NEWS

অনুজকে কুপিয়ে জখম করল অগ্রজ

Murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত ভাইয়ের নাম মধু মিয়া৷ ঘটনা বিশ্রামগঞ্জে৷ জানা যায়, দুধু মিয়া ও মধু মিয়ার মধ্যে সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল৷ বুধবার রাতে বিবাদ তুঙ্গে ওঠে৷ বড় ভাই দুধু মিয়া ধারালো অস্ত্র নিয়ে মধু মিয়ার উপর আক্রমণ চালায়৷ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে জখম হয় মধু মিয়া৷ তার একটি কান দেহ থেকে আলাদা হয়ে গেছে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয়  হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মধু মিয়া৷ এব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার পর থেকে অভিযুক্ত দুধু মিয়া পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *