ধর্মনগর,২৩ মার্চ : দুর্ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। একদিকে ট্রাফিক পুলিশ দুর্ঘটনা এড়াতে সচেতনতা শিবির এবং কঠোর হচ্ছে তেমনি সুযোগ পেলেই দুর্ঘটনার মাত্রা জেলা জুড়ে বেড়ে চলেছে।
গতকাল রাত সাড়ে দশটার দিকে একটি গাড়ি ধর্মনগর থেকে কৈলাশহর যাবার রাস্তায় জল রোডে শ্রেষ্ঠা আই হসপিটাল এর পাশে একটি গাছকে সজোড়ে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবাতে পড়ে যায়। গাড়িটির নাম্বার এ এস ০১ বি ওয়াই ৫০৯৪। গাড়িটির চালক জয় দ্বীপ দাস (২৫) বছর। তার বাড়ি ধর্মনগরের আলগাপুরে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর লোকেরা দৌড়ে আসে এবং জয় দ্বীপ দাস কে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে আশংকা জনক অবস্থায় নিয়ে গিয়ে ভর্তি করে। বর্তমানে চালক ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।