অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে চুরি

আগরতলা, ১৮ মার্চ : আধুনিক চোরের থাবায় জর্জরিত ধর্মনগর বাসী। একের পর চুরিকান্ডে নাভিশ্বাস নাগরিকদের।চোরেদের দৌরাত্ম্য প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে ধর্মনগরে।এখন অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করছে চোরের দল।

জানা গিয়েছে, ধর্মনগরের রাজবাড়ী এলাকার এম বি ইউনিট রোডের বাসিন্দা সঞ্জয় কুমার দে গত শনিবার দুপুর দুইটা নাগাদ চিকিৎসার কারণে শিলচর গিয়েছিলেন। সোমবার সকাল সাড়ে দশটায় সঞ্জয় কুমার দে বাড়িতে ঘুরে এসে দেখেন বাড়ির মূল ফটকটি বন্ধ থাকলেও পাশের ছোট গ্রিলের দরজাটি ভাঙ্গা।ভাঙ্গা দরজা দিয়ে এগিয়ে আসতে দেখতে পায় এই দরজা দিয়ে কেউ প্রবেশ করে ভেন্টিলেটর খুলে ঘরের ভিতরে প্রবেশ করে সঞ্জয় কুমার দে এবং তার স্ত্রীর লকার দুটোই ভেঙ্গে লুটে নিয়ে গেছে।

সঞ্জয় বাবু জানিয়েছেন, ঘরে নগদ ২০ থেকে ২২ হাজার টাকা ছিল যা চুরি হয়ে গেছে। ঘরে সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ থাকলেও দেখা যায় যে ভোর চারটা এগারো মিনিট থেকে চারটা ২৩ মিনিট পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ছবিগুলো সব ডিলিট করা। অর্থাৎ সিসিটিভি ক্যামেরা ছবি ডিলিট করতে হলে যে পাসওয়ার্ড দরকার চোরের দল পাসওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পিছপা হয়নি। তাই সিসিটিভি ক্যামেরা লাগিয়েও নিরাপত্তা নেই বলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।