বেঙ্গালুরু, ১৫ মার্চ (হি.স.): কর্নাটকে এ বার এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। ১৭ বছরের ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ ফেব্রুয়ারি ওই নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলায় সহায়তা চাইতে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন। সে সময়ই যৌন নিগ্রহের ঘটনা ঘটে বলে অভিযোগ।
নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে মুখ খুলেছেন ইয়েদুরাপ্পা। তিনি শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, “কয়েকদিন আগে একজন মহিলা আমার বাড়িতে এসেছিলেন। তিনি কাঁদছিলেন এই বলে যে কিছু সমস্যা আছে। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কী এবং আমি ব্যক্তিগতভাবে পুলিশকে ফোন করলাম। বিষয়টি কমিশনারকে জানিয়ে তাঁকে সাহায্য করতে বলি। পরে ওই মহিলা আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করেন।আমি বিষয়টি পুলিশ কমিশনারের নজরে এনেছি। গতকাল পুলিশ আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দেখা যাক এরপর কী হয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে তা বলা যাবে না।”
ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, “গতকাল রাত ১০টা নাগাদ এক মহিলা ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। যতক্ষণ না আমরা সত্যটি জানি, আমরা কিছু বলতে পারছি না। এটি একটি স্পর্শকাতর বিষয়, কারণ এতে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জড়িত। আমি মনে করি না এর কোনও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। ওই মহিলার সুরক্ষার প্রয়োজন হলে তা দেওয়া হবে।”