ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।। “ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম” এর উদ্যোগে ১০ মার্চ, রবিবার আগরতলার এন এস আর সি সি-র বক্সিং হলে অনুষ্ঠিত হতে চলেছে “ত্রিপুরা -কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের কুমিল্লা থেকে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিযোগী তথা প্রতিনিধি দল রবিবার সকালে সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্ত এলাকা দিয়ে ত্রিপুরায় আসছে।
ত্রিপুরায় প্রবেশের পর প্রতিনিধি দল আসন্ন অনুষ্ঠিতব্য ত্রিপুরা বাংলাদেশ ফুটবল প্রতিযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে সোনামুড়ায় একটি বিশেষ সভায় যোগদান করবে। সভা শেষে ক্যারাটে প্রতিযোগী সহ প্রতিনিধিদল আগরতলার উদ্দেশ্যে রওনা হবে।
বিকেল চারটায় এনএসআরসিসি বক্সিং হলে অনুষ্ঠিত হবে “ত্রিপুরা -কুমিল্লা ফ্রেন্ডশিপ কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। বন্ধুত্বপূর্ণ এই প্রতিযোগিতার মুখ্য আয়োজক “ইন্ডিয়া-বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম”। সহযোগিতায় ক্রীড়া সংগঠন “ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশন”। সকল পর্যায়ের ক্রীড়ামোদি ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের উক্ত প্রতিযোগিতা উপভোগ করার জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছে সম্পাদক সুজিত রায়।