মহাশিবরাত্রি উদযাপনের মধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল রাজস্থানের কোটা জেলায়। শিবরাত্রির শোভাযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েছে ১৪ জন শিশু। রাজস্থানের মন্ত্রী হীরালাল নগর বলেছেন, “এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা… দুই শিশু গুরুতর আহত এবং একজনের ১০০ শতাংশ পুড়ে গিয়েছে। সম্ভাব্য সব ধরনের চিকিৎসা দেওয়ার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
পুলিশ জানিয়েছে, শুক্রবার কোটায় মহাশিবরাত্রির শোভাযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। মোট ১৪ জন শিশু আহত ও অসুস্থ হয়েছে। দু”টি শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।