আগামী ১০ মার্চ গোয়ালিয়র, দিল্লি সহ সারা দেশের ১৬টি এয়ার টার্মিনালের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী

গোয়ালিয়র, ৭ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১০ মার্চ গোয়ালিয়র, দিল্লি সহ সারা দেশের ১৬টি এয়ার টার্মিনালের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এপ্রসঙ্গে বৃহস্পতিবার বলেছেন যে রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া এয়ার টার্মিনাল দেশে বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে কম সময়ের মধ্যে গোয়ালিয়রে সম্পন্ন হয়েছে। দেশের রাজধানীতে নবনির্মিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর সহ সারা দেশে ১৬টি বিমানবন্দর রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১০ মার্চ এর ভার্চুয়াল উদ্বোধন এবং ভূমি পুজো করবেন।এই বিমানবন্দরগুলি প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

সিন্ধিয়া বৃহস্পতিবার গোয়ালিয়র কালেক্টরেটে জনপ্রতিনিধি এবং ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে একটি যৌথ সভায় রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া এয়ার টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করেন। তিনি এদিন জানান, গোয়ালিয়রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং বিধানসভার অধ্যক্ষ নরেন্দ্র সিং তোমরও অংশ নেবেন।