হাইলাকান্দি (অসম), ৬ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বুথে গত নির্বাচনের তূলনায় ভোট দাতার সংখ্যা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা নির্বাচনী প্রচার বিভাগ । মঙ্গলবার হাইলাকান্দি জেলা শাসকের সভাকক্ষে প্রচার বিভাগের সভায় পৌরোহিত্য করেন ভারপ্রাপ্ত সেল ইনচার্জ তথা সহকারী আয়ুক্ত পূজা দাওলাগুপু।
তিনি এদিন জেলার দুইটি বিধান সভা সমষ্টি তে বিগত নির্বাচনে ৭৫ শতাংশের নীচে যেখানে ভোটদান হয়েছে সেই সব বুথের বুথ লেভেল অফিসার (বি এল ও) এবং সুপারভাইজার দের থেকে বিভিন্ন পরামর্শ নেন।বিশেষ করে ওই সব এলাকায় আগামী দিনে কিভাবে ভোট দানের হার বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে সবার মতামত লিখিত ভাবে জানাতে অনুরোধ জানান। তাছাড়া ও নির্বাচন কমিশন থেকে সময় সময় যেসব নির্দেশনা আসবে সেসব নির্দেশনা আন্তরিকতার সাথে বাস্তবায়নের জন্য অনুরোধ জানান। সভার শুরুতে প্রচার বিভাগের সদস্য শংকর চৌধুরী উপস্থিত সবাই কে স্বাগত জানান এবং নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত নির্দেশনা সম্পর্কে সবাইকে অবগত করতে অনুরোধ জানান। এব্যাপারে সেল সদস্যা বিজয়িনী ভট্টাচার্য উপস্থিত সবাইকে অবগত করেন। তারপর একে একে বিএলও গন নিজেদের মতামত পোষণ করেন। এদিন তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর সবাই মিলে আগামী লোক সভা নির্বাচনের আগে প্রত্যন্ত এলাকায় গিয়ে ভোটার সচেতনতা বৃদ্ধি করতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রচার বিভাগের সদস্য দের পক্ষে উপস্থিত ছিলেন সৌমকান্তি ভট্টাচার্য,কয়েজ আহমেদ বড়ভূইয়া, হৃদম ঘোষ, রাজ যাদব,বিপ্লব দাস প্রমুখ।

