মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, “বড়বড় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হিমাচলে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির কোনওটিই পূরণ হয়নি। কংগ্রেস বিধায়করা যখন নিজেদের নির্বাচনী এলাকায় যেতেন তখন জনসাধারণ তাঁদের প্রশ্ন করত। তাঁদের কাছে উত্তর দেওয়ার মতো কিছু ছিল না।”
হিমাচল প্রদেশে রাজ্যসভা নির্বাচনে ক্রস-ভোটিং প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেছেন, “কংগ্রেসের নিজস্ব বিধায়করাও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কেন কংগ্রেস বিধায়করা ১৪ মাসের মধ্যে নিজেদের দল ত্যাগ করলেন, কী বাধ্যবাধকতা ছিল?…একটি কারণ, তাঁরা একজন অ-হিমাচালি ব্যক্তিকে টিকিট দিয়েছে।”