নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার পরিদর্শন করে ৩টি প্রকল্পের উদ্বোধন করেন। মোদী মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি) পরিদর্শন করেছেন। ভারতের প্রথম মহাকাশে যাত্রাকারী ৪ ব্যক্তিকেও এদিন সম্মান জানান তিনি।
প্রধানমন্ত্রী মঙ্গলবার প্রায় ১৮০০ কোটি টাকার ৩টি গুরুত্বপূর্ণ মহাকাশ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনও করেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (শ্রীহরিকোটা) এএসএলভি ইন্টিগ্রেশন ফ্যাসিলিটি (পিআইএফ), মহেন্দ্রগিরিতে ইসরো প্রোপালশন কমপ্লেক্সে নতুন ‘সেমি-ক্রায়োজেনিক্স ইন্টিগ্রেটেড ইঞ্জিন এবং স্টেজ টেস্ট ফ্যাসিলিটি’ এবং ভিএসএসসি এবং তিরুবনন্তপুরে ‘ট্রাইসনিক উইন্ড টানেল’।
উদ্বোধন করে এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, নতুন যুগে ভারত বিশ্বে ক্রমাগত নিজের স্থানকে আরও উঁচুমানের করে চলেছে এবং এটি আমাদের মহাকাশ কর্মসূচিতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, আজ আমাদের একমাত্র সংকল্প এবং লক্ষ্য হওয়া উচিত তেরঙ্গা, মহাকাশ এবং ১৪০ কোটি দেশবাসীর স্বপ্নপূরণ করা। মোদী এদিন গগনযান মিশনের অগ্রগতিও পর্যালোচনা করেছেন এবং মনোনীত ৪ জন মহাকাশচারীকে ‘মহাকাশচারী উইংস’ প্রদান করেছেন। মহাকাশচারীদের নাম গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণান, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। দেশের ১৪০ কোটি মানুষের আকাঙ্খার সঙ্গে মহাকাশচারীদের যুক্ত করে প্রধানমন্ত্রী বলেন, কিছুক্ষণ আগে দেশ প্রথমবারের মতো ৪ জন মহাকশযান যাত্রীর সঙ্গে পরিচিত হয়েছে। ১৪০ কোটি ভারতীয়কে মহাকাশে নিয়ে যাওয়ার এই ৪ শক্তি। আজ আমরা সবাই এক ঐতিহাসিক যাত্রার সাক্ষী। ৪০ বছর পর একজন ভারতীয় মহাকাশে যেতে চলেছেন, কিন্তু এবার সময় আমাদের, কাউন্টডাউনও আমাদের এবং রকেটও আমাদের।